ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ নিহত ১১

|

ছবি: সংগৃহীত

শোভাযাত্রায় বের হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ২ শিশুসহ ১১ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার ভোরে ভারতের তামিলনাড়ুর তাঞ্জাবুর এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানায়, তাঞ্জাবুর এলাকায় চলছিল বিখ্যাত রথযাত্রা উৎসব। উঁচু রথের সাথে প্যাচিয়ে যায় মন্দিরের বৈদ্যুতিক তার। সেটি লক্ষ্য না করেই এগিয়ে গেলে ছিঁড়ে যায় তার। বিদ্যুৎস্পৃষ্ট হন রথে দাঁড়িয়ে থাকা মানুষজন। এ ঘটনায়-মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সাধারণত রথযাত্রার সময় সেই পথে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ রাখা হয়। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রত্যেক নিহতের পরিবারকে দু’লাখ এবং দগ্ধদের পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনকে বিমান বিধ্বংসী ট্যাংক দিচ্ছে জার্মানি

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply