চেয়ারম্যানকে ইফতারে দাওয়াত না দেয়ায় আয়োজককে পেটালো সমর্থকরা

|

চট্টগ্রাম প্রতিনিধি:

ইফতার মাহফিলে দাওয়াত না দেয়া ও ব্যানারে নাম না থাকায় চট্টগ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে।

শুক্রবার (২৯ এপ্রিল) জুমার নামাজ শেষে হাইদগাঁও ব্রাহ্মণঘাটায় অবস্থিত গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। 

এর জেরে, পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সাথে বেঁধে মারধর করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম সমর্থকরা। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় গাউছিয়া কমিউনিটি সেন্টারে। সেখানে ইউপি চেয়ারম্যান বিএম জসিমকে দাওয়াত না দেয়া ও ব্যানারে তার নাম উল্লেখ না থাকার ক্ষোভ থেকেই মূলত এ ঝামেলার সৃষ্টি হয়। একপর্যায়ে তার ওপর নির্যাতন চালায় চেয়ারম্যান সমর্থকরা।

তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply