পার্লামেন্টে বসেই দেখছিলেন পর্নোগ্রাফি। এর জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন ব্রিটিশ আইন প্রণেতা নেইল প্যারিস। ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিযোগ উঠার পর নিজের দোষ স্বীকার করে নেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এ সদস্য। জানিয়েছেন, দুইবার এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। এর আগে, গেল শুক্রবার এ এমপিকে একই অভিযোগে দল থেকেও বহিষ্কার করা হয়। হাউজ অব কমন্সের দুই নারী সদস্য নেইল প্যারিসের বিরুদ্ধে পার্লামেন্টে তাদের পাশে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ তোলেন। এরপর থেকেই এ ঘটনা জন্ম দেয় সমালোচনার। এর আগে, পার্লামেন্টে বসে থাইল্যান্ডের এক আইনপ্রণেতার পর্নোগ্রাফি দেখার ভিডিও ভাইরাল হয়েছিল।
/এমএন
Leave a reply