ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করেছেন তুরস্কের রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম কালিন। শনিবার (৩০ এপ্রিল) দেখা করেন তারা। আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।
যদিও কিয়েভে কালিনের সাথে জেলেনস্কির বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানা যায়নি। তবে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্ততা করছে তুরস্ক। বৈঠকে কালিনের সাথে ছিলেন তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী সেদাত ওনাল।
আরও পড়ুন: ‘ইউরোপের ভবিষ্যৎ ইউক্রেন যুদ্ধের ওপর নির্ভর করছে’
ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য বেশ আগে থেকেই চেষ্টা করে আসছে তুরস্ক। এর আগে, ইস্তাম্বুলে মস্কো এবং কিয়েভ আলোচকদের মধ্যে একটি শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই শান্তি আলোচনায় দীর্ঘস্থায়ী সমাধান না আসলেও সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল। এছাড়া মার্চ মাসেই তুরস্কের আনাতোলিয়ায় আরেকটি বৈঠক হয়েছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার মধ্যে।
জেডআই/
Leave a reply