বিশেষ অভিযানে আজভস্টাল ইস্পাত কারখানা থেকে ২০ জনকে উদ্ধার

|

আজভস্টাল ইস্পাত কারখানা। ছবি: সংগৃহীত

ইউক্রেনে মারিওপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় অবরুদ্ধদের মধ্যে বের হতে পেরেছে কমপক্ষে ২০ জন। শনিবার (৩০ এপ্রিল) এক ভিডিও বার্তায় একথা জানান আটকে পড়া আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার স্বিয়াতোস্লাভ পালামার। আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

পালামার বলেন, বিশেষ এক অভিযানের মাধ্যমে কারখানা থেকে বের করা হয়েছে নারী ও শিশুসহ এই দলটিকে। পরবর্তীতে জাপোরিঝিয়ায় ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে তাদেরকে সরিয়ে নেয়া হবে বলে আশাবাদ জানান তিনি।

স্থানীয় পর্যায়ে দু’পক্ষের সাময়িক এক অস্ত্রবিরতি হয়েছে বলেও জানা গেছে। বাকি বেসামরিকদের পর্যায়ক্রমে সরিয়ে নেয়ার প্রক্রিয়ার কথা জানান ওই সেনা। আহত সেনাদেরও সরিয়ে নেয়ার সুযোগ দেয়ার আহ্বান জানান। এর আগে রাশিয়ার সংবাদ মাধ্যমে ইস্পাত কারখানাটি থেকে ২৫ জনকে সরিয়ে নেয়ার কথা বলা হয়। পুরো মারিওপোল রুশ বাহিনীর দখলে গেলেও আজভস্টালের নিয়ন্ত্রণ ধরে রাখে ইউক্রেনের একদল সেনা। তবে বিশাল কারখানাটির চারদিক থেকে ঘিরে রেখেছে রুশ সেনারা। এতে আটকা পড়ে ভিতরে আগে থেকে আশ্রয় নেয়া প্রায় ১ হাজার বেসামরিক নাগরিক।

আরও পড়ুন: কিয়েভে জেলেনস্কির সাথে তুর্কি কূটনীতিকদের বৈঠক

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল দখলে নেয়ার কথা ঘোষণা করে রাশিয়া। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মারিওপোল দখলের তথ্য জানিয়েছিলেন। সেসময় পুরো শহর দখল করা হলেও বাকি ছিল আজভস্টাল ইস্পাত কারখানা। তখন পুতিন এটিকে গুঁড়িয়ে না দিয়ে অবরুদ্ধ করে রাখার পরামর্শ দিয়েছিলেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply