রোববার (১ মে) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার, আর চাঁদ দেখা না গেলে মঙ্গলবার ঈদ-উল-ফিতর পালন করবে গোটা দেশের মানুষ। এরই মধ্যে জাতীয় ঈদগাহ বায়তুল মোকাররমসহ রাজধানীর সব ঈদ জামাতের সময়সূচি নির্ধারিত হয়েছে।
রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া বিশেষ ভালো না থাকলে এই জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
ঈদে বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রধান জামাত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে বাকি চারটি জামাত অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
এসজেড/
Leave a reply