চীনে ধসে পড়া ভবনে আটকা ২৩, নিখোঁজ ৩৯

|

চীনের হুনান প্রদেশের চাংশা শহরে একটি বহুতল ভবন ধ্বসে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ এপ্রিল) মধ্য চীনে এ ভবন ধসের ঘটনা ঘটলে উদ্ধারকর্মীরা শনিবার পর্যন্ত বেশ কিছু মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে এখনও ৩৯ জন নিখোঁজ ও ভবনের ভেতর ২৩ জন আটকে আছেন যাদের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। খবর এনডিটিভির।

হুনান প্রদেশের চাংশা শহরের ধসে পড়া ৬ তলা ভবনটিতে একটি হোটেল, সিনেমা হল ও বেশ কিছু আবাসিক ফ্ল্যাট রয়েছে।

চাংশা শহরের মেয়র জেং জিয়ানশিং সাংবাদিকদের বলেন, শনিবার পর্যন্ত ২৩ জন আটকে আছেন। এ ছাড়া নিখোঁজ ৩৯ জনের সাথে কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, আমরা নিখোঁজ ব্যক্তিদের খোজে আরও জোর চেষ্টা করছি এবং উদ্ধারকর্মীরা উদ্ধারে যথাসাধ্য কাজ করে যাচ্ছেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিং পিং যেকোনো মূল্যে ভবন ধসের কারণ খুঁজে বের করতে ও নিখোঁজ ব্যাক্তিদের খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

চীনে ভবন ধস নতুন ঘটনা নয়। দুর্বল নিরাপত্তা মান এবং নির্মাণের সাথে যুক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির কারণে ভবন ধসে পড়ার কারণ বলে মনে করা হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply