১ মিনিটে কী কী ঘটে ইন্টারনেটে?

|

ইন্টারনেটে প্রতি মিনিটে কী কী ঘটনা ঘটে? আপনি কী জানেন ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী কত ? সম্প্রতি এক গবেষণায় এসব তথ্য তুলে এনেছেন অনলাইন গবেষক লরি লুইস ও চ্যাড কালাহান।

ইতিমধ্যে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে! পৃথিবীর মোট জনগোষ্ঠীর ২৫ ভাগ মাসে অন্তত একবার ফেসবুকে লগইন করে। প্রতিবেদনটিতে এই মাত্রা অর্জন করাকে রীতিমত অবিশ্বাস্য বলা হচ্ছে।

তাদের দেয়া তথ্য অনুযায়ী, প্রতি মিনিটে ৩৫ লক্ষ বার গুগলে অনুসন্ধান করা হয়, আর ৯ লক্ষ বার লগ ইন করা হয় ফেসবুকে। ইনস্টাগ্রামে ৪৬ হাজার ২০০ ছবি শেয়ার করা হয় এই এক মিনিটেই। অন্যদিকে, টুইটারও পিছিয়ে নেই খুব একটা। সেখানে প্রতিমিনিটে করা হচ্ছে ৪ লাখ ৫২ হাজার ২০০ টুইট।

মিনিট প্রতি ব্যবহারকারীর এ হিসাবে এগিয়ে আছে  ইউটিউব। ১ মিনিটে সেখানে দেখা ৪১ লক্ষ ভিডিও। এদের একজন হয়ে ইউটিউব ভিডিও দেখার সময় আপনি হয়তো জানলেনই না এই ১ মিনিটে সারা বিশ্বে নিজের প্রয়োজনে মানুষ ১৫ কোটি ৬০ লাখ মেইল পাঠাচ্ছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply