দেশের আকাশে চাঁদ ওঠেনি, ঈদ মঙ্গলবার

|

ফাইল ছবি।

দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে বাংলাদেশে এবার আগামী ৩ মে ঈদুল ফিতর পালিত হবে এবং ২ মে রমজান মাসের শেষ দিন।

এদিকে, ১৪৪৩ হিজরি সালের শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে রোববার (১ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। আর তাতে নিশ্চিত করা হয় দেশের আকাশে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি। জানানো হয়, এবার রোজা হবে ৩০টি।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রীও জানান, দেশের আকাশে চাঁদ দেখা যায়নি।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও এবার রোজা হচ্ছে ৩০টি। আগামীকাল সোমবার (২ মে) সৌদিসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

এছাড়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও কানাডায়ও সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। গতকাল শনিবার তিন দেশের কর্তৃপক্ষ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply