ইমরান খানকে গ্রেফতারের প্রতিশ্রুতি পাক স্বরাষ্ট্রমন্ত্রীর

|

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। বলেন, ইমরান খানকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে। খবর জিও নিউজের।

সদ্য বিদায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার সাবেক ক্যাবিনেটের ১৫০ জন নেতার বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করেছে পাঞ্জাব পুলিশ। কর্তৃপক্ষ জানায়, মদিনায় মসজিদে নববীতে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চোর ও গাদ্দার বলে হেনস্তা করার সাথে যোগসূত্র থাকার অভিযোগে এ অভিযোগ দায়ের করা হয়।

ইমরান খানসহ ১৫০ জনের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে, সেটির কথা উল্লেখ করে রানা সানাউল্লাহ বলেন, যারা নবীজির রওজার পবিত্রতা বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে মামলা না হওয়ার কোনো কারণ নেই।

ইমরান খানকে গ্রেফতার করার বিষয়ে বিবৃতি দিয়ে রানা সানাউল্লাহ বলেছেন, ইমরান খান একজন ফিৎনা। তারা যা করেছে তার জন্য ক্ষমা করা হবে না। ইমরান খানকে অবশ্যই গ্রেফতার করা হবে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতাদের ওপর হামলার বিষয়টি পূর্বপরিকল্পিত। এটির জন্য উসকানি দেয়া হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply