পাঁচ বছর পর প্রকাশ্যে এসেছেন তালেবানদের সর্বোচ্চ নেতা মোল্লা আখুনজাদা। সর্বশেষ তাকে জনসম্মুখে দেখা গিয়েছিল ২০১৬ সালে। খবর আল জাজিরার।
আফগানিস্তানে রোববার (১ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। দেশটির কান্দাহারের একটি মসজিদে ঈদের নামাজের আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। বলেন, সকলকে অভিনন্দন বিজয়, স্বাধীনতা ও সফলতার জন্য। নিরাপত্তা ও ইসলামী ব্যবস্থার কারণে সকলকে অভিনন্দন। তালেবানের নেতৃত্বে আফগানিস্তান স্বাধীনতা ও স্থিতিশীলতা পেয়েছে বলেও উল্লেখ করেন মোল্লা আখুনজাদা।
জানা গেছে, ঈদের নামাজ আদায় করতে আসলেও তালেবান ‘বস’ এর কাছে কোনো সাংবাদিককে ঘেঁষতে দেয়া হয়নি। কোনো ছবিও তুলতে দেয়া হয়নি। তার নিরাপত্তায় সেখানে দুইটি হেলিকপ্টার ঘুরপাক খাচ্ছিল।
/এমএন
Leave a reply