মাঝ আকাশে ঝড়ের কবলে যাত্রীবাহী বিমান, আহত অন্তত ৪০

|

ভারতের মুম্বাই থেকে রওনা দেয়ার পর মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছে যাত্রীবাহী একটি বিমান। স্পাইস জেটের বিমানটি দুর্গাপুরে আসছিল। তবে ঝড়ের কবলে পড়ে অণ্ডালের এয়ারেট্রোপলিসে জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে। আর প্রবল ঝাঁকুনিতে বিমানের অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে বিমানটি ঝড়ের কবলে পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মুম্বাই থেকে রোববার (১ মে) ৪টা ৫৭ মিনিটে ছেড়ে আসা বিমানটি সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ অণ্ডালে অবতরণের কথা ছিল। ১৮০ জন যাত্রী ছিলেন তাতে।

পাইলটের দক্ষতায় আরও বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে জানানো হয়। বেশিরভাগ আহতদের সিটবেল্ট বাঁধা অবস্থায় ছিল না বলে উল্লেখ করা হয়েছে দ্য ওয়ালের প্রাতিবেদনে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply