ছিলেন পাকিস্তানি নাগরিক। পরে নাগরিকত্ব বদলিয়ে হয়ে গেলেন ভারতীয়। থাকছেন মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির লোখান্ডওয়ালায় থাকেন। বলা হচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আদনান সামির কথা।
সম্প্রতি আবারও খবর হলেন এই সংগীত তারকা। কুয়েত বিমানবন্দরে হেনস্থার শিকার হলেন হয়েছেন জনপ্রিয় এই গায়ক ও তার সহযোগীরা।
সামি ও তার সহযোগীদের অভিযোগ, কুয়েত বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মীরা তাদের ‘ভারতীয় কুকুর’ বলে গালি দিয়েছেন। অপমানিত আদনান অভিযোগ জানিয়ে কুয়েতের ইন্ডিয়ান দূতাবাস ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে টুইট করেন। মুহূর্তে কড়া পদক্ষেপ নেন সুষমা স্বরাজ। সেটি কি তা জানা না গেলেও আদনান সামি যে সন্তুষ্ট তাতে কোনো সন্দেহ নেই। সুষমা স্বরাজকে ধন্যবাদ জানিয়ে ফের টুইট করেন আদনান।
এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে পাকিস্তানি গায়ক আদনান সামি ভারতের নাগরিকত্ব পান।
বলিউডে ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই হোক আর অন্য কারণেই হোক ২০০১ সাল থেকেই ভারতে অবস্থান করছিলেন এই সংগীত তারকা।
যমুনা অনলাইন: এটি
Leave a reply