সোনমের বিয়েতে সুনিতার সাথে পা মেলালেন অনিল কাপুর

|

সোনম কাপুরের মেহেদি অনুষ্ঠানে স্ত্রী সুনিতা কাপুরের সঙ্গে পায়ে পা মেলালেন অনিল কাপুর। নেচে উঠলেন মনের আনন্দে। পুরো পরিবার এখন ব্যস্ত সোনমের বিয়ের আয়োজন নিয়ে। গতকাল রাতেই অনুষ্ঠিত হলো সোনমের মেহেদি নাইট।

সোনাম কাপুরের মেহেদির অনুষ্ঠান শুরু হয় রবিবার। অনিল কাপুরের জুহুর বাংলোয় শুরু হয় উৎসব। আর সেখানেই সোনমকে যেমন নাচতে দেখা যায়, তেমনি মেয়ের মেহেন্দিতে নেচে ওঠেন অনিল কাপুরও।

মেহেদি অনুষ্ঠানে বলিউড তারকাদের উপস্থিতি তেমন না থাকলেও উপস্থিত ছিলেন, করন যোহর, রানি মুখার্জি, কারিনা কাপুরসহ অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন কাপুর পরিবারের অন্যান্য সদস্যরা।

এদিকে, সোনমের বিয়ে উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটা সারতে ডিজাইনার মনীষ মালহোত্রার ‘শপিং স্টোরে’ হাজির হন বনি কাপুরের তিন কন্যা। সেখানে অংশুলা কাপুর, জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরকে একসঙ্গে দেখা যায়। সোনমের বিয়েতে মায়ের সিনেমার গানেই জাহ্নবীকে নাচতে দেখা যাবে বলে শোনা যায়। মঙ্গলবারই বিয়ের পিড়িতে বসবেন সোনাম কাপুর।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply