পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭-তম জন্মদিন। বাংলা ১২শ’ ৬৮ সালের এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
দিনটি উপলক্ষে রবীন্দ্র স্মৃতিধন্য পতিসর, শিলাইদহ ও শাহজাতপুর’সহ সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলা সাহিত্যের সব শাখায় যুগান্তকারী অবদান রাখা কবিগুরুর কবিতা ও গানে প্রাণ-ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলার রঙ-রূপ-গন্ধ। ধরা দিয়েছে বাঙালির সুক্ষ্ম আবেগ, জীবনবোধ, প্রার্থণা ও প্রত্যয়। তাইতো তিনি সদা-ভাস্বর; বাংলা ও বাঙালির সমার্থক।
Leave a reply