সিলেট ব্যুরো:
সিলেটের জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের মারধর করেছে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত স্বেচ্ছাসেবকরা।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর ২টার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ হামলাকারীকে আটক করেছে পুলিশ।
পর্যটকদের অভিযোগ, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসেন। এ সময় জাফলং টুরিস্ট স্পটে প্রবেশে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে ফি দেয়া নিয়ে কথা কাটাকাটি হয় সেখানকার নিযুক্ত স্বেচ্ছাসেবকদের। এর জের ধরে নারী-পুরুষসহ ৬ পর্যটকের ওপর হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক।
বিষয়টি স্বীকার করছেন গোয়াইনঘাট উপজেলার ইউএনও তাহমিলুর রহমান।তিনি জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের কোনোভাবে ছাড় দেয়া হবে না। ইতোমধ্যেই পুলিশ ২ জনকে আটক করেছে।
আরও পড়ুন: শ্যালকের প্রেমিকাকে দুলাভাইয়ের ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ২
ইউএইচ/
Leave a reply