ক্ষমা চেয়েছেন পুতিন

|

নাৎসিবাদ এবং ইহুদিদের নিয়ে বির্তকিত মন্তব্যের জেরে ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (৫ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এ সংবাদ জানিয়েছে বিবিসি ও ওয়াশিংটন পোস্ট। সংবাদমাধ্যমগুলো বলছে, প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে ফোনালাপে ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন পুতিন।

এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নাৎসিবাদী আদর্শ দ্বারা অনুপ্রাণিত। ইহুদি হওয়া সত্ত্বেও কীভাবে জেলেনস্কি নাৎসিবাদের সাথে সম্পৃক্ত হতে পারে এই প্রশ্নও করা হয় রুশ পররাষ্ট্রমন্ত্রীকে। উত্তরে তিনি মন্তব্য করেন, জার্মান নেতা অ্যাডলফ হিটলার নাৎসিবাদী হলেও তিনি ইহুদি ছিলেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply