পূর্ব ইউক্রেনের শহর ক্রামতোর্স্কে একটি বড় গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে রাশিয়া। শুক্রবার (৬ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ব লুহানস্ক অঞ্চলে দুটি ইউক্রেনীয় যুদ্ধবিমান, একটি সু-২৫ এবং একটি মিগ-২৯ কে গুলি করে ভূপাতিত করেছে। তবে এ খবরের সত্যতা যাচাই করা যায়নি বলে জানা যায়।
এর আগে, বৃহস্পতিবার (৫ মে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি একটি ভিডিও বার্তায় অভিযোগ করে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের ৪০০ এর বেশি স্বাস্থ্য সেবা সংস্থা ধ্বংস করেছে। কিন্তু রাশিয়া বরাবরই এ অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছে যে, তারা শুধু সামরিক স্থাপনাগুলোতেই হামলা চালাচ্ছে।
এটিএম/
Leave a reply