আগামী রোববার (৮ মে) বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭ নেতাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জার্মান সরকারের মুখপাত্র ক্রিশ্চিয়ান হফম্যান জানিয়েছেন সম্ভাব্য এ বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৬ মে) বার্লিনে আয়োজিত নিয়মিত এক সংবাদ সম্মেলনে জার্মান মুখপাত্র ক্রিশ্চিয়ান হফম্যান বলেন, আগামী রোববার (৮ মে) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উদযাপিত হবে। ঐতিহাসিক এ দিনে জি-৭ অংশীদারদের সাথে বছরের তৃতীয় ভিডিও কনফারেন্সে মুখোমুখী হবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলৎজ। ভিডিও কনফারেন্সে ইউরোপে চলমান সমস্যা- বিশেষত ইউক্রেন পরিস্থিতি প্রাধান্য পাবে। এতে প্রেসিডেন্ট জেলেনস্কি অংশ নেবেন এবং তার দেশের সমস্যাগুলো তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে রুশ আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেনে অস্ত্র ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে জি-৭ এর সদস্য দেশগুলো।
/এসএইচ
Leave a reply