ইউক্রেনে মারিওপোলের ইস্পাত কারখানা থেকে উদ্ধার করা হয়েছে ৫০ বেসামরিক লোককে। এ তথ্য জানিয়েছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রাশিয়া বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি। দাবি করেন, সেকারণেই ধীর গতি দেখা যাচ্ছে উদ্ধার তৎপরতায়। জাতিসংঘ ও রেডক্রসের তৎপরতায় শুক্রবারও আজভস্তাল কারখানায় চলে উদ্ধার অভিযান। এদিন বের করে আনাদের মধ্যে রয়েছে ১১ শিশু। মারিওপোলে আটকা পড়াদের সরিয়ে নেয়ার সুযোগ দিতে তিনদিনের স্থানীয় অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। যা কার্যকর হয় বৃহস্পতিবার থেকে।
এদিকে, ইউক্রেনে আরও ২৮৭টি মোবাইল জেনারেটর পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিদ্যুৎ সরবরাহের জন্য এরই মধ্যে প্রায় ছয়শ’র মতো মোবাইল জেনারেটর দিয়েছে ব্রিটিশ সরকার।
আরও পড়ুন: ‘খেরসনে চিরকাল থাকার পরিকল্পনা করেই এসেছে রাশিয়া’
ইউএইচ/
Leave a reply