সাবমেরিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

|

উত্তর কোরিয়া শনিবার (৭ মে) একটি সাবমেরিন-চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করার তিন দিনের মধ্যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো পিয়ংইয়ং। তারা পারমাণবিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

উত্তর কোরিয়া নাটকীয়ভাবে তার সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২০১৭ সালের পর এ বছর প্রথমবারের মতো পূর্ণ পরিসরে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ ১৫টি অস্ত্র পরীক্ষা চালালো।

স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি থেকে ইঙ্গিত পাওয়া যায়, উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এর আগে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে পারমাণবিক পরীক্ষার বিষয়ে সতর্কতা জানানো হয়েছিল।

জাপানের উপকূলরক্ষীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু উৎক্ষেপণ করেছে এবং তাদের জাহাজগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply