ফেনীর শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠিত

|

প্রথমবারের মতো ফেনীর শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ মে) ফেনীর আমেনা সিরাজ কনভেনশন হলে শিক্ষাপ্রতিষ্ঠানটির অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। তাতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মিলন মেলায় স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকরাও উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে যেসব শিক্ষক ও শিক্ষার্থী মারা গেছেন তাদের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। পুনর্মিলনীতে শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে ১৯৯৬-২০২১ সাল পর্যন্ত এসএসসি পাশ করা ২৬টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply