গত কয়েক বছর ধরে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং অন্যান্য প্রতিযোগীতায় দারুণ সব সাফল্য ধরা দিয়েছে ম্যানসিটির কাছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট পরা হয়নি ক্লাবটির। আর এর দায় নিজের কাঁধেই চাপালেন কোচ পেপ গার্দিওলা। রিয়াল মাদ্রিদের কাছে নাটকীয় হারের পর নিজের যোগ্যতা নিয়ে খানিকটা সন্দিহান বিশ্বসেরা এ কোচ।
২০১৬ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন পেপ গার্দিওলা। তার অধীনে সিটির সাফল্য ঈর্ষনীয়। ৩টি প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি শোকেসে উঠিয়েছেন ১টি এফএ কাপ ও ৪টি লিগ কাপের শিরোপা। কিন্তু এখন পর্যন্ত দলকে এনে দিতে পারেননি চ্যাম্পিয়ন্সলিগ শিরোপা।
বুধবার (৪ মে) রাতে রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে অবিশ্বাস্য এক হার নিয়ে ইউসিএল থেকে বিদায় নিয়েছে ম্যানসিটি। যে হার মেনে নিতে পারছেন না সমর্থকরা। তাদের মতোই হতাশ কোচ গার্দিওলাও। কষ্ট নিয়ে বলেই ফেলেছেন সম্ভবত ম্যানসিটিকে ইউসিএল জেতানোর যোগ্য তিনি নন।
গার্দিওলা বলেন, সম্ভবত সিটিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে আমি যথেষ্ট যোগ্য নই। কিন্তু কেউ কি জানে অন্য খেলোয়াড় বা কোচ থাকলে কী হতো? আমরা খুব কাছে ছিলাম। এটা তারাও জানে আমরাও জানি।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সামর্থ্য তার দলের আছে কী না এমন প্রশ্নের জবাবে গার্দিওলা বলেন, আমি জানি না। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। ফুটবল অবিশ্বাস্যভাবে আনপ্রেডিক্টেবল। আমরা সবাই এটি দেখেছি।
বার্নাব্যুতে হারের পর এখন পর্যন্ত শিষ্যদের সাথে কথা বলেননি গার্দিওলা। তবে এখন তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের ধাক্কা সামলে প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা।
/এসএইচ
Leave a reply