ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর ব্যাপক হামলা

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে খারকিভ, ওডেসা, দোনেৎস্ক শহর। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

উত্তর-পূর্বাঞ্চলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছাকাছি এলাকায় তিনটি সেতু উড়িয়ে দেয় পুতিন বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পাঠানো সামরিক সরঞ্জামের একটি বড় মজুত ধ্বংসের দাবিও করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে, অঞ্চলটিতে পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেনের সেনারা। খারকিভে রুশ ঘাঁটি লক্ষ্য করে গোলা ছোড়ে তারা। রুশ বাহিনীর কাছ থেকে একটি গ্রামের নিয়ন্ত্রণও ফিরে পাওয়ার দাবি তাদের।

দোনেৎস্কের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে হামলায় নিহত হয়েছে অন্তত ৩ জন। বিধ্বস্ত হয় শহরটি। শনিবার ওডেসায়ও ছয়টি মিসাইল ছুড়েছে পুতিন বাহিনী। বন্দরনগরীতে ১৮টি সামরিক স্থাপনায় টার্গেট করা হয়।
আরও পড়ুন: শেষ হলো মারিওপোলে বেসামরিক উদ্ধার অভিযান
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply