রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫ শতাধিক ভবন। এ ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে আট জনের। গুরুতর দগ্ধ আরও ১৭ জন। ক্রাসনোয়ারস্ক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বাতাসের তীব্রতা বেশি থাকায় বেশ কয়েকটি গ্রামে এ আগুন ছড়িয়ে পড়ে।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, অঞ্চলটিতে বাতাস বইছিল হারিকেনের গতিতে। প্রতি সেকেন্ডে বাতাসের গতি ছিল ২০ মিটার।
রাজধানী মস্কো থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার পূর্বের অঞ্চলটিতে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
ইউএইচ/
Leave a reply