বাজে পারফরম্যান্সের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক দলেও জায়গা হয়নি নাসির হোসেনের।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি এই অলরাউন্ডার। যে কারণে নাসিরকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত প্রাথমিক দলে রাখেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।
বিসিবির এই ঘোষিত দলে ডাক পেয়েছেন আগামীর সম্ভাবনাময়ী তরুণ ক্রিকেটার ইয়াসিন আরাফাত ও সাদমান ইসলাম অনিক।
বিসিবির ঘোষিত এই দল নিয়েই ১৩ মে থেকে মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু হবে। ক্রিকেটারদের ঐদিন পৌনে নয়টায় জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
প্রাথমিক দলে আছেন
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নূরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মোঃ মিথুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম অনিক, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু ও আব্দুর রাজ্জাক।
Leave a reply