প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের সমস্যা সমাধানে বিদেশিদের কাছে নয়, আমার কাছে আসুন। মালিকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে দিবো।
মহান মে দিবস উপলক্ষ্যে রোববার (৮ মে) দুপুরে আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শ্রমিক নেতাদের উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী। আরও বলেন, কল্যাণ ফান্ডে অনেক মালিকই টাকা প্রদান করেন না, যা দুঃখজনক। শ্রমিকের বিপদে মালিক পাশে থাকবে না, তা দুঃখজনক।
উর্দি পরে যারা ক্ষমতা দখল করেছে, তারা শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন করেনি বলে শেখ হাসিনা তার বক্তব্যে উল্লেখ করেন। জানান, আওয়ামী লীগই শ্রমিকদের তিন দফা বেতন বৃদ্ধি করেছে। সরকারের অবস্থানের কারণেই চলতি বছর প্রায় সব কলকারখানায় ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে
কোনো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। তবে পরিবারের ঐতিহ্যের সাথে যুক্ত এমন কাজগুলো শিশুদের শিখতে দেয়া যেতে পারে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। যাতায়াত ব্যবস্থার উন্নতির কারণে এবার ঈদে দেশবাসী নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে বলে জানান তিনি।
/এমএন
Leave a reply