খালেদা জিয়ার জামিনের বিষয়ে শুনানি চলছে

|

অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের বিরুদ্ধে আজ আবারও আপিল শুনানি শুরু হয়েছে। বক্তব্য রেখেছেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

সকাল পৌণে ১০টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। প্রথমে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলি জামিন বহাল রাখার পক্ষে প্রতিবেশি দেশ ভারতের আদালতের রায় উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, এই ধরনের মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিন না হওয়ার কোন কারণ নেই।

এর আগে গতকাল জামিনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

গত ১৯ মার্চ মামলাটি শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একই বেঞ্চ। এর পর গতকাল মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হয়


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply