বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে। সেটা ইভিএমে নয়, ব্যালট পেপারে হবে। আওয়ামী লীগ নিজেরাও জানে, তারা প্রতারণার মাধ্যমে ক্ষমতায় আছে।
সোমবার (৯ মে) রাজধানীর নয়াপল্টনে দলীয় কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী জানিয়েছেন, আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে ব্যালটে ভোট নিশ্চিত করবে বিএনপি। নির্বাচনে কারচুপি করতে সরকার ইভিএম ব্যবহারের কথা বলছে বলেও উল্লেখ করেন তিনি।
ওবায়দুল কাদেরের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা সংবাদ সম্মেলনে বলেন, ওবায়দুল কাদেরের কথা শুনে মনে হয় তিনি শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়, বিএনপিরও উপদেষ্টা তিনি।
রুহুল কবির রিজভীর দাবি, সাধারণ মানুষের সঙ্গে রসিকতা করছে সরকার। বেগুনের বদলে কুমড়া খাওয়ার কথা বলে জনগণের সঙ্গে উপহাস করা হয়েছে। লুটপাট ছাড়া সরকারের অন্য কোনো কর্মসূচি নেই। সরকার আর মুনাফাখোরদের সঙ্গে কোনো তফাৎ নেই, তারা একাকার হয়ে গেছে।
/এমএন
Leave a reply