আলটিমেটলি আমরা সিদ্ধান্ত নেবো ভোট কীভাবে হবে: সিইসি

|

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আর কতটিতে ব্যালটের মাধ্যমে ভোট নেয়া হবে তা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। সকলের মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নেবো। আলটিমেটলি আমরা সিদ্ধান্ত নেবো ভোট কীভাবে হবে।

মঙ্গলবার (১০ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। ইভিএম এর মাধ্যমে সব আসনে ভোট নেয়ার মতো নির্বাচন কমিশনের সামর্থ্য নেই বলেও জানান সিইসি। সারাদেশের একশো সংসদীয় আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সামর্থ্য আছে বলে জানান তিনি।

অন্যদিকে, সততার সাথে শুদ্ধ ও সিদ্ধভাবে ভোটার তালিকা প্রণয়নের ওপর জোর দিয়েছেন তিনি। স্বীকার করেছেন, এই কাজ সম্পন্ন করা সহজ নয়। এজন্য হালনাগাদ কার্যক্রমের সাথে যুক্ত কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শও দেন কাজী হাবিবুল আউয়াল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply