সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার রেললাইন এলাকায় রাইজারের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট প্লাস্টিক অ্যান্ড সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ভোর চারটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দগ্ধরা হলেন, আনোয়ার হোসেন (৪৫) রোজিন বেগম (৪০), রুহান (১৫) এবং রোমান (১২)।
ফতুল্লা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নাজমুল আলম জানান, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আমাদের কাছে সংবাদ আসে ফতুল্লা পাইলট স্কুলের পশ্চিম পাশে রেললাইন এলাকায় একটি সেমিপাকা বাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দেখা যায়, সেমি পাকা বাড়ির পেছনের দিকে গ্যাসের রাইজারে লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা একই পরিবারের চারজন দগ্ধ হয়। দগ্ধদের দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পাঠানো হয়। তাদের শরীরের অনেক অংশই পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ইউএইচ/
Leave a reply