পশ্চিমবঙ্গের বাংলা একাডেমির পুরস্কার পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাহিত্যে বিশেষ অবদানের জন্য সোমবার (৯ মে) রবীন্দ্র সদনে রাজ্য সরকারের ‘কবি প্রণাম’ অনুষ্ঠানে তাকে বাংলা একাডেমি প্রবর্তিত নতুন এই বিশেষ পুরস্কার দেয়া হয়। একই দিনে পুরস্কার পান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিজ্ঞানী বিকাশ সিংহ ও প্রাবন্ধিক ফ্রাঁস ভট্টাচার্য।
তিন বছর পরপর এই পুরস্কার দেয়া হবে। এর প্রথম বছরেই এই পুরস্কার পেলেন মমতা। অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু বলেন, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার পরেও নিরলসভাবে সাহিত্য সাধনা করে চলেছেন, তাদের জন্য এই পুরস্কার। সেখানে মমতা উপস্থিত থাকা সত্ত্বেও তার হয়ে এই পুরস্কার গ্রহণ করতে দেখা যায় শিক্ষামন্ত্রীকেই।
মমতা ব্যানার্জির ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থকে স্মরণে রেখে এই পুরস্কার দেয়া হয়েছে তাকে। এখন পর্যন্ত শতাধিক বই লিখেছেন মমতা ব্যানার্জি। কবিতা, ছড়া ও গানসহ সাহিত্যের একাধিক শাখায় বিচরণ করেছেন মমতা।
এসজেড/
Leave a reply