শীত হোক বা গরম- সব সময়ই মাছ, মাংস, তরিতরকারিতে ফ্রিজ ভরে থাকে। বিশেষ করে গরমকালে ফ্রিজের অর্ধেকটাই ভরতি থাকে নানা রকম খাবারদাবারে। তবে এই গরমে শুধু শাকসবজি নয়, শখের প্রসাধনীগুলিও ভালো রাখতে তুলে রাখুন ফ্রিজে। কোন তিনটি প্রসাধনী ফ্রিজে রাখলে দীর্ঘ দিন ভালো থাকবে চলুন জেনে নেয়া যাক-
১)নাইটক্রিম: নাইট ক্রিম হোক বা আন্ডার আই ক্রিম, যেকোনো ধরনের ক্রিম দীর্ঘ দিন ভালো রাখতে ফ্রিজে তুলে রাখুন।
২) লিপস্টিক: লিপস্টিকের শখ রয়েছে অনেকেরই। বিভিন্ন রঙের লিপস্টিকও নিজের সংগ্রহে রাখারও শখ আছে। লিপস্টিকে এক ধরনের তেলজাতীয় পদার্থ থাকে। বাইরের গরম আবহাওয়ায় রাখলে লিপস্টিক বেশি দিন ভালো থাকে না। তাই লিপস্টিকগুলি ভাল রাখতে ফ্রিজে তুলে রাখুন।
৩) নেলপালিশ: মেয়েদের অন্যতম প্রিয় প্রসাধনী হলো নেলপালিশ। বাইরের তাপে নেলপালিশের রং নষ্ট হয়ে যেতে পারে। নেলপালিশ ফ্রিজে রাখলে জমাট বাঁধবে না, আবার নখেও দীর্ঘ দিন স্থায়ী হবে।
ইউএইচ/
Leave a reply