বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গোপসাগরে ঝাঁপ দেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত বলে মন্তব্যও করেন তিনি। কারণ হিসেবে বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ।
বুধবার (১১ মে) রাজধানীর বনানীতে সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের সঙ্গে বোর্ড মিটিং শেষে এসব কথা জানান ওবায়দুল কাদের।
আরও পড়ুন: শ্রীলঙ্কা নদীতে পড়েছে, এই সরকার বঙ্গোপসাগরে পড়বে: ফখরুল
প্রসঙ্গত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, শ্রীলঙ্কা নদীতে পড়েছে, এই সরকার বঙ্গোপসাগরে পড়বে। এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে এমন পরামর্শ দেন। বলেন, কিছু কিছু রাজনৈতিক নেতা শ্রীলঙ্কা ইস্যুতে আত্মতুষ্টিতে ভুগছে৷ বাংলাদেশ ও শ্রীলঙ্কার পরিস্থিতি এক নয়।
আরও পড়ুন: ‘জুনের শেষ দিকে পদ্মা সেতুর উদ্বোধন, প্রধানমন্ত্রী সময় দিলে দিনক্ষণ চূড়ান্ত হবে’
/এমএন
Leave a reply