জানা গেলো এবারের হজের প্যাকেজ, খরচ বাড়ছে লাখ খানেক

|

ছবি: সংগৃহীত।

চলতি বছরে হজের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ মে) এ সংক্রান্ত ধর্ম মন্ত্রণালয়ের সভা শেষে এই প্যাকেজ ঘোষণা করা হয়। এবার দুই ধরনের প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। প্রতি ক্ষেত্রেই আগের বছরের তুলনায় খরচ বেড়েছে।

আগামী ৮ জুলাই পালিত হবে পবিত্র হজ। এবার সরকারিভাবে ৪ হাজার এবং বেসরকারিভাবে ৫৩ হাজার ৫৮৫ সহ মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করবেন। এ ক্ষেত্রে প্রস্তাবিত হজ প্যাকেজ-১ এ ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা প্রস্তাব করা হয়েছে। হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেবে ৩১ মে।

এর আগে, সর্বশেষ হজের প্যাকেজ-১ এ ব্যয় ধরা হয়েছিল ৪ লাখ ২৫ হাজার টাকা এবং প্যাকেজ-২ এর ব্যয় ছিল ৩ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ উভয় প্যাকেজেই লক্ষাধিক টাকা করে বেশি খরচ হবে, যা গত কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ। তবে সৌদি সরকার তাদের মোয়াল্লেম ফি ও অতিরিক্ত সার্ভিস চার্জ কম ধরলে হজের খরচ কিছুটা কমতে পারে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply