কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে সাগরে অবমুক্ত করা হয়েছে ৩৫০টি কচ্ছপের বাচ্চা। বুধবার (১১ মে) সকালে টেকনাফের উত্তর শিলখালী কচ্ছপের হ্যাচারি থেকে এসব বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদা, শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. শাফিউল ইসলাম ও কোডেক-নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের ডিপিডি নারায়ণ চন্দ্র দাস প্রমুখ।
নারায়ণ চন্দ্র দাস জানান, বিপন্ন প্রায় সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে কোডেক-নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের উদ্দ্যোগে টেকনাফের বাহারছড়া ইউনিয়নে সামুদ্রিক সৈকতে ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য ২টি হ্যাচারি স্থাপন করা হয়েছে। সেগুলো থেকে এ পর্যন্ত ১ হাজার ১৮১টি কচ্ছপের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। এছাড়া বাচ্চা ফোটানের জন্য এই বছর মোট ২ হাজার ৪০৪টি ডিম সংরক্ষণ করা হয়।
এছাড়া সামুদ্রিক জীব বৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে জেলে সম্প্রদায়সহ স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি জন্য কোডেক-নেচার অ্যান্ড লাইফ প্রকল্প কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
এসজেড/
Leave a reply