হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে পৃথক বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার বৈলাকপুর গ্রামের হরিচরণ পালের ছেলে নারায়ণ পাল ও আমড়াখাই গ্রামের হাবিব উল্লার ছেলে আবু তালিব, মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের রামচরণ সরকারের ছেলে জহরলাল সরকার, লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের জাহেদ মিয়ার ছেলে চকি মিয়া, সুনামগঞ্জের ধাইপুর গ্রামের বসন্ত দাসের ছেলে স্বপন দাস ও সিরাজগঞ্জের নওসের মিয়ার ছেলে জয়নাল মিয়া। এছাড়া বজ্রপাতে আহত হয়েছে ৪ জন।
স্থানীয়রা জানান, সকাল ১১টায় বানিয়াচংয়ের মাকালকান্দি হাওড়ে প্রতিদিনের মতো কাজ করছিলেন ধানকাটা শ্রমিকরা। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সুনামগঞ্জের স্বপন দাস মারা যান। প্রায় একই সময়ে বানিয়াচংয়ের মাইচ্ছার বিল হাওড়ে বজ্রপাতে নিহত হন সিরাজগঞ্জের জয়নাল মিয়া। এসময় আহত হন অন্য ৪ ধানকাটা শ্রমিক। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে লাখাই উপজেলার তেঘরিয়া হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন চকি মিয়া। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া দুপুরে নবীগঞ্জের বৈলাকপুর হাওড়ে নারায়ন পাল ও আবু তালিব নিহত হয়। একই সময়ে মাধবপুরের পিয়াইম হাওড়ে নিহত হয় জহরলাল সরকার।
গত এক মাসে হবিগঞ্জে বজ্রপাতে নিহত হয়েছেন ২৫ জন। জেলার বিভিন্ন স্থানে প্রতিদিন বজ্রপাতে কৃষক মারা যাওয়ার ঘটনায় তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বৃষ্টির সাথে ঝড় তুফান দেখা দিলেই অনেক কৃষক হাওরের কাজ ফেলে বাড়ি চলে আসেন।
Leave a reply