য়্যুভেন্টাসকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইন্টার মিলান। রোমাঞ্চকর ফাইনালে ইতালিয়ান চ্যাম্পিয়নদের জয় ৪-২ গোলে।
সম্ভাবনা জাগিয়েও জয় বঞ্চিত হতে হয় য়্যুভেন্টাসকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময় শেষ হয়ে ২-২ গোলে। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। নিজেদের মেলে ধরার জন্য এই সময়টাকেই যেন বেছে নেয় ইন্টার। একের পর এক আক্রমণে নাজেহাল য়্যুভেন্টাসের ডিফেন্স। তিন মিনিটের ব্যবধানে পেনাল্টিসহ ইভান পেরিসিচের জোড়া গোলে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ইন্টার মিলান।
এর আগে খেলার ৬ মিনিটে নিকোলো বারেল্লার গোলে এগিয়ে যায় তারা। তবে বিরতির পর দুই মিনিটের ব্যবধানে জোড়া গোলে ২-১ গোলের লিড য়্যুভেন্টাস। খেলার শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ইন্টার শিবিরে স্বস্তি ফেরান আনেন কান-হানোগ্লু।
/এডিব্লিউ
Leave a reply