সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ

|

সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১২ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব মোহম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখার এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত সব প্রকার এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণসহ সব প্রকার বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।

এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য এবং কার্যকর হবে বলেও জানানো হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply