জেলা প্রশাসনের নির্ধারণ করে দেয়া সময়েই আজ থেকে রাজশাহীর বাগানগুলোতে আম নামানো শুরু করেছেন বাগানিরা। প্রথমদিন বাগান থেকে নামানো হয়েছে আটিগুটি জাতের আম।
শুক্রবার (১৩ মে) সকালে গুটি জাত বৈশাখী আম সংগ্রহের মধ্য দিয়েই এর আনুষ্ঠানিকতা শুরু করেছেন বাগানিরা। বৃহস্পতিবার জেলা প্রশাসনের কার্যালয়ে আম নামানোর সূচি অনুযায়ী আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় পাড়া হবে গোপালভোগ আম। এর পর আমের জাত ভেদে নির্ধারিত ৭টি ধাপে আগস্ট পর্যন্ত চলবে জনপ্রিয় লক্ষভোগ, রানিপছন্দ, খিরসা, ল্যাংড়া, অম্রপালি, ফজলিসহ অন্যান্য জাতের আম নামানোর কাজ।
এ সময়ের মধ্যে কেউ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আম নামালে প্রশাসন সে বাগানি বা ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। আম নামানোর নিয়ম কানুন বাগানিরা মানছেন কিনা সেটি মৌসুমজুড়ে মাঠে তত্ত্বাবধায়ন করবেন ভ্রাম্যমাণ আদালত।
চলতি মৌসুমে রাজশাহীতে আমের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার মেট্রিক টন। জেলায় সাড়ে ১৮ হাজার হেক্টর আম বাগান থেকে ৮শ কোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ
/এডব্লিউ
Leave a reply