মানবতাবিরোধী অপরাধ মামলায় রিয়াজ উদ্দিন ফকিরের মৃত্যুদণ্ড

|

মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকিরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সকালে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। ৫টি অভিযোগের মধ্যে দু’টি অভিযোগে যাবজ্জীবন এবং দু’টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এর আগে ২১ মার্চ যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত।

এ মামলায় তিন আসামির মধ্যে আমজাদ আলী গ্রেফতারের পর ‍ও ওয়াজ উদ্দিন পলাতক অবস্থায় মারা গেছেন। রিয়াজের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply