নড়াইলের একটি পিকনিক পার্ক থেকে র্যাবের অভিযানে বেশ কয়েকটি অননুমোদিত বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ মে) দুপুরে লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক পার্কে অভিযান চালিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়।
এ সময় পার্ক কর্তৃপক্ষ বন্যপ্রাণী রাখার যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় ২৫ হাজার টাকা জরিমানা ও প্রাণিগুলোকে জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ১টি ভাল্লুক, ১টি অজগর সাপ, ২টি বানর ও ১টি মেছো বাঘ।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, র্যাব-৬ খুলনা সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাজিউর রহমান, যশোরের এএসপি শফিকুল ইসলাম, খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শক রাজু আহমেদ, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিট্রেট মো. আনিসুর রহমান ও নিরিবিলি পিকনিক পার্কের স্বত্বাধিকারী মফিজুর রহমানসহ আরও অনেকে।
এটিএম/
Leave a reply