চুয়াডাঙ্গায় ভুয়া দাঁতের ডাক্তারকে জরিমানা, ক্লিনিক সিলগালা

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় এক ভুয়া দাঁতের চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সিলগালা করা হয়েছে তার ডেন্টাল ক্লিনিক। রোববার (১৫ মে) বিকেলে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের বি.এন রয় মেডিকেল অ্যান্ড ডেন্টাল প্র্যাকটিস প্রতিষ্ঠানে এ অভিযান চালায় সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান থেকে জানা যায়, সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে দীর্ঘ দিন ধরে দাঁতের চিকিৎসা দিয়ে আসছে লিনটন রায় জিপু নামের ব্যক্তি। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তির ক্লিনিকে অভিযান চালানো হয়। আটক করা হয় চিকিৎসক পরিচয়দানকারী লিনটন রায় জিপুকে। পরে তার ডিগ্রি ও ডাক্তারি সনদ চাইলে তা দেখাতে ব্যর্থ হন জিপু।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় হলে তাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে চিরতরে বন্ধ করে দেয়া হয় তার প্রতিষ্ঠানটি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply