নিজের গুলিতে আত্মহত্যা নয়, গণপিটুনিতেই মারা গেছেন শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা। তার ময়নাতদন্তে বেরিয়ে এসেছে এ তথ্য। ব্যাপক পিটুনির শিকার হওয়ায় তার শরীরের কয়েক জায়গায় গুরুতর জখম হয়েছিল। সেসব জায়গা থেকে রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়। খবর ডেইলি মিররের।
এর আগে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের মধ্যে নিহত হন তিনি। গত সোমবার তার লাশ উদ্ধারের পর পুলিশ বলেছিল, বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কায় সরকার পতনের দাবিতে মাসখানেকের বেশি সময় ধরে বিক্ষোভ চলছিল। ৯ মে ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আনা হয়। তারা বিক্ষোভকারীদের ওপর হামলা চালানোর কারণে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।
দুই পক্ষের সংঘর্ষ-উত্তেজনার মধ্যে রাজধানী কলম্বোর কাছের নিত্তামবুয়া এলাকায় গাড়ি নিয়ে বিক্ষোভকারীদের সামনে পড়েন সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা। এ সময় বিক্ষোভকারীরা তার গাড়ির গতি রোধ করলে তিনি গুলিবর্ষণ করেন। ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে ঘটনাস্থলের কিছু দূরে তার লাশ পাওয়া যায়। সে সময় পুলিশ বলেছিল, সংঘর্ষের একপর্যায়ে কাছের একটি ভবনে আশ্রয় নেয়ার চেষ্টা করেন ওই এমপি। সেখানে বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মধ্যে পড়ে নিজের পিস্তল দিয়ে গুলিবর্ষণ করে আত্মহত্যা করেন তিনি।
৯ মে ওই বিক্ষোভ-সহিংসতার মধ্যেই প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মাহিন্দা রাজাপাকসে। বিক্ষোভকারীরা কলম্বোয় তার সরকারি বাসভবনেও ঢুকে পড়েন। একপর্যায়ে সেনা পাহারায় সেখান থেকে পরিবারসহ হেলিকপ্টারে করে একটি নৌঘাঁটিতে গিয়ে আশ্রয় নেন তিনি। ওই দিন হাম্বানটোটায় রাজাপাকসের পৈতৃক বাড়ি ছাড়াও মন্ত্রী-এমপি ও ক্ষমতাসীন দলের নেতাদের অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ইউএইচ/
Leave a reply