কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে চার স্বতন্ত্রসহ মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর ১২০ ও সংরক্ষিত ৩৮ সহ ১৫৮ জনের মনোনয়ন পত্র জমা পড়েছে।
মঙ্গলবার (১৭ মে) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেয়া হয়। মেয়র প্রার্থীদের মধ্যে- স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য বিদায়ী মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, এফবিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কামরুল হাসান বাবুল। ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মো. রাশেদুল ইসলাম ও আওয়ামী লীগের মনোনীত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১২০ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
/এসএইচ
Leave a reply