সুনির্দিষ্ট কর আরোপের মাধ্যমে সিগারেটসহ সকল তামাকপণ্যের দাম বৃদ্ধির দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা।
মঙ্গলবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ২০২২-২৩ অর্থ বছরের জন্য তামাক কর ও দাম সংক্রান্ত বাজেট প্রস্তাব গণমাধ্যমের নিকট তুলে ধরে সংগঠন দুইটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তামাক কর ও মূল্য বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়ন করা হলে প্রায় ১৩ লাখ প্রাপ্ত বয়স্ক ধুমপানে নিরুৎসাহিত হবে। প্রায় ৯ লাখ প্রাপ্তবয়স্ক ও তরুণের অকাল মৃত্যুরোধ করা সম্ভব হবে। এছাড়া এ খাত থেকে সরকারের ৯ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে। জানানো হয়, তামাক ব্যবহারে প্রতি বছর ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেন। ২০১৭-১৮ অর্থ বছরে তামাক ব্যবহারে ক্ষতির পরিমাণ ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। একই সময়ে তামাক খাত থেকে অর্জিত রাজস্ব আয় হয় ২২ হাজার ৮১০ কোটি টাকা।
/এমএন
Leave a reply