বোনের বাড়িতে বেড়াতে এসে টাকার লোভ দে‌খি‌য়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ

|

প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতি‌নিধি:

রাজবাড়ী সদর উপজেলায় বোনের শ্বশুরবাড়িতে বেড়া‌তে এ‌সে টাকার লোভ দেখি‌য়ে দ্বিতীয় শ্রেনী‌তে পড়ুয়া (৮) বছর বয়সী এক শিশু শিক্ষার্থী‌কে ধর্ষণের অ‌ভিযোগ উ‌ঠে‌ছে ফয়সাল (১৪) নামের এক কি‌শো‌রের বিরু‌দ্ধে।

মঙ্গলবার (১৭ মে) বিকা‌ল সা‌ড়ে ৪টার দি‌কে অসুস্থ‌ অবস্থায় ওই শিশু‌ শিক্ষার্থী‌কে রাজবাড়ী সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এদিন দুপু‌রে রাজবাড়ী সদর উপ‌জেলার জৌকুড়া এলাকার অটো ড্রাইভার আব্দুর র‌শি‌দের বাড়িতে এ ঘটনা ঘ‌টে‌ছে।

অ‌ভিযুক্ত ফয়সাল নওগাঁ রানীনগর থানার নজরুল বাহা‌রের ছে‌লে। সে রাজবাড়ী সদর উপ‌জেলার জৌকুড়া এলাকার অটো ড্রাইভার আব্দুর রশিদের শ্যালক।

ওই শিশুর মা জানান, তার মেয়ে স্থানীয় এক‌টি কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেনী‌তে পড়াশুনা ক‌রে। ভুক্তভোগী ওই ছাত্রী তাদের এক‌মাত্র সন্তান। আজ প্রাই‌ভেট না থাকায় দুপু‌র ২টার দি‌কে প্রতি‌বেশী অ‌টো ড্রাইভার আব্দুর রশিদের বাড়িতে খেল‌তে যায় তার ৮ বছর বয়সী মে‌য়ে। ওই সময় র‌শিদ ড্রাইভা‌রের বাড়িতে বেড়া‌তে আসা তার শ্যালক ফয়সাল টাকার লোভ দে‌খি‌য়ে ঘ‌রে নি‌য়ে জোরপূর্বক ধর্ষণ ক‌রে। পরবর্তী‌তে রক্তক্ষরণ অবস্থায় তার মে‌য়ে বাড়িতে এ‌সে অসুস্থ হ‌য়ে প‌ড়লে রাজবাড়ী সদর হাসপাতা‌লে এ‌নে ভর্তি ক‌রে‌ন।

তি‌নি আরও ব‌লেন, ওই ছে‌লে (ফয়সাল) এর আগেও বেশ ক‌য়েকবার এখা‌নে বেড়া‌তে এ‌সে‌ছে। কিন্তু এই রকম কাণ্ড ঘটা‌বে তা বুঝ‌তে পা‌রি নাই। মৌ‌খিকভা‌বে থানায় জা‌নি‌য়ে‌ছি। ওই লম্প‌টের দৃষ্টান্তমূ‌লক শাস্তির দা‌বিও ক‌রেন তি‌নি।

রাজবাড়ী সদর হাসপাতা‌লের জরুরি বিভা‌গের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, প্রাথমিক চিকিৎসা শে‌ষে ওই শিশু‌কে গাইনী ওয়া‌র্ডে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

রাজবাড়ী সদর থানার ও‌সি শাহাদত হো‌সেন জানান, অ‌ভি‌যোগ পে‌লে যথাযথ ব্যবস্থা গ্রহণ কর‌বেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply