ইউক্রেনের জরুরি ও বেসামরিক সংস্থার জন্য ২ হাজার হেলমেট এবং ৫০০টি প্রতিরক্ষামূলক ভেস্ট বিতরণ করেছে ইসরায়েল। বুধবার (১৮ মে) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
এর আগে, ইউক্রেনের অনুরোধের প্রেক্ষিতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ এপ্রিল মাসে বলেছিলেন, তিনি ইউক্রেনের জরুরি ও বেসামরিক সংস্থার জন্য হেলমেট এবং ভেস্ট সরবরাহের অনুমোদন দেবেন।
ইউক্রেন-রাশিয়া সংকটে ইসরায়েল একটি মধ্যস্থতাকারী দেশ। ইসরায়েল ইউক্রেনে রুশ আক্রমণের নিন্দা করেছে কিন্তু মানবিক ত্রাণ প্রদানে নিজেদের সীমাবদ্ধ রাখার পর এটিই ইসরায়েলের পক্ষ থেকে ইউক্রেনে কোনো সাহায্য পাঠানোর ঘটনা।
এটিএম/
Leave a reply