দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ বা পেটের প্রদাহজনিত রোগে ভুগছেন। পরিপাকতন্ত্রের এই রোগের কারণে ক্যান্সারও হতে পারে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা।
বিশ্ব আইবিডি (ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ) দিবস ২০২২ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ মে) র্যালি ও সেমিনারের আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। তাতে চিকিৎসকরা এ তথ্য জানান।
সেমিনারে ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ (আইবিডি) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চিকৎসকরা জানিয়েছেন, এই রোগ নিরাময়যোগ্য না হলেও চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্লকের সামনে জড়ো হন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা। বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষ্যে র্যালির উদ্বোধন করেন উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ। র্যালি শেষে সেমিনারে অংশ নেন চিকিৎসকরা।
/এমএন
Leave a reply