শিশুদের করোনা ভ্যাকসিনের ‘বুস্টার ডোজ’ দেয়ার প্রস্তাব অনুমোদন করলো যুক্তরাষ্ট্র

|

ছবি: সংগৃহীত

পাঁচ থেকে ১১ বছর বয়েসী শিশুদের করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রে রোগ নিয়ন্ত্রক সংস্থা-সিডিসি (CDC)।

সংস্থাটির উপদেষ্টা পরিষদের একাংশের অভিমত, পূর্ণাঙ্গ টিকাদান কর্মসূচি শেষ হওয়ার ৫ মাস পর; বুস্টার দেয়া যেতে পারে।

তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ২৯ শতাংশ শিশু পেয়েছে ‘ফাইজার বায়োএনটেকের’ দুই ডোজ টিকা। সিডিসি পরিচালক এখনও চূড়ান্ত প্রস্তাবে সই না করলেও, জরুরি বৈঠকে সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে করোনায় থেকে রক্ষায় ‘বুস্টার ডোজের’ বিকল্প নেই। এ ব্যাপারে তিনি অভিভাবকদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি, ৫০ বছর ও তার ওপরের মার্কিনীদের জন্য দ্বিতীয় বুস্টার ডোজের অনুমোদন দেয়- সিডিসি। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন ১০ লাখের বেশি মানুষ।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply